ড. ইউনূসের পক্ষে বিদেশিদের বিবৃতি প্রদানের প্রতিবাদে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের জরুরী সভা

 

 

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে বিশ্বের ১৬০জন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিদের দেয়া বিবৃতির প্রতিবাদ জানিয়ে এক জরুরী সভা করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ড। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সংসদের চৌহাট্টাস্থ কার্যালয়ে এই জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, নোবেল বিজয়ী অধ্যাপক ড. ইউনুসের পক্ষে বিদেশীদের বিবৃতি অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত। অতি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মহামান্য আদালতে চলমান মামলা স্থগিতের জন্য বিশ্বের ১৬০ জন বিশিষ্ট ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি প্রদান করেন।

১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে ৩০ (ত্রিশ) লক্ষ শহীদ ও প্রায় ৩ (তিন) লক্ষ মা বোনের সম্ভ্রমহানি এবং রক্তক্ষয়ী যুদ্ধে বিজয় অর্জিত হয়। স্বাধীন দেশের স্বাধীন বিচার ব্যবস্থা ও সার্বভৌমত্বের ওপর এ বিবৃতি সরাসরি হুমকি বলে আজও বেঁচে থাকা রনাঙ্গনের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা মনে করে। যা অনাকাঙ্খিত অপ্রত্যাশিত। তা বীর মুক্তিযোদ্ধারা কোনভাবে মেনে নিতে পারে না।

বাংলাদেশের পবিত্র সংবিধানে দেশের সকল নাগরিকের যেমন আইনের আশ্রয় নেয়ার অধিকার রয়েছে, তেমনি আইনের প্রয়োগ সকল নাগরিকের উপর সমভাবে প্রযোজ্য। দেশের মহামান্য আদালতে বিচারাধীন মামলার বিষয়ে কোন বিবৃতি বা চিঠি প্রদান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থা এবং বিচার বিভাগের ওপর অসাংবিধানিক হস্তক্ষেপ যা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। বর্তমান বিশ্বব্যবস্থায় এ ধরনের কর্মকান্ড ঔপনিবেশিক মানসিকতা, বিভ্রান্তিমূলক ও অগণতান্ত্রিকতার পরিচায়ক বলে আমরা মনে করি।

এমতাবস্থায় আমরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ড সিলেটের সাবেক নেতৃবৃন্দ ও সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উক্ত বিবৃতি অনতিবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

সিলেট মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সদ্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন এর সভাপতিত্বে জরুরী সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা নাজনীন হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা মহী উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া,

 

বীর মুক্তিযোদ্ধা সিরাজ চুনু, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র কুমার দাশ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা এ কে আজাদ খান, বীর মুক্তিযোদ্ধা রতীশ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা শিবানী দেব, বীর মুক্তিযোদ্ধা সুখময় সূত্রধর, বীর মুক্তিযোদ্ধা ধনঞ্জয় সূত্রধর, বীর মুক্তিযোদ্ধা সুধীর রঞ্জন সূত্রধর,

 

বীর মুক্তিযোদ্ধা মো. সামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা মো. সানাওর আলী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম বীর মুক্তিযোদ্ধা কাজী নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, বীর মুক্তিযোদ্ধা গোলজার খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর সিকদার, বীর মুক্তিযোদ্ধা নীলকান্ত সিংহ, বীর মুক্তিযোদ্ধা জানু মিয়া, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ সিংহ,

 

বীর মুক্তিযোদ্ধা টেনাই উল্লা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল দাস, বীর মুক্তিযোদ্ধা শুভেন্দু দাশ।

 

 

 

—বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।