গোয়াইনঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই ৭ টি দোকান
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাটের মধ্য জাফলং রাধানগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এতে পুড়ে গেছে একটি মার্কেটের ৬টি, অপর ১টিসহ মোট ৭টি দোকান। এতে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল রোববার (১০ই সেপ্টেম্বর) সকাল পৌনে এগারোটার দিকে গোয়াইনঘাট থানাধীন মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে হারুন মিয়া মার্কেটে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা পুলিশ ও ফায়ার সার্ভিসের। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, পান দোকানী লুৎফর রহমান, টেইলার্স ব্যবসায়ী আলাই মিয়া, মোবাইল মেকানিক রমজান আলী, সেলুন ব্যবসায়ী শংকর দাস।সেলুন ব্যবসায়ী যোগেশ চন্দ্র শীল । ও স্বর্ণকার রঞ্জিত দাস।অপর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পাশের মার্কেটের মাসুক আহমদ।
অগ্নিকান্ডের খবর পেয়ে এলাকাবাসী ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্হলে উপস্থিত হয়ে লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় জৈন্তাপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিস কর্মীরাও আগুন নিয়ন্ত্রণ কাজ করেন।