সিলেটে নারী উদ্যোক্তা উৎসব শুরু

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটে নারী উদ্যোক্তা ফ্যাস্টিভ্যাল সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। সকাল ১০টায় প্রশিক্ষণের উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক সিলেটের ডি.জি.এম ইঞ্জিনয়ার মো. সুহেল হাওলাদার।

অনিতা দাশ গুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন আয়া’র সহ সভাপতি হিমাংশু মিত্র।

বেলা ৩টায় পূর্ব জিন্দাবাজারস্থ ইনফিনিটির বিপরীতে নিউ গ্রান্ড ভিউতে মেলার উদ্বোধন করেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু।

নারী উদ্যোক্তা ফ্যাস্টিভাল উপলক্ষে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ১০ জনকে ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়।

মেলার উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন গ্রাসরুটস সিলেট মহানগরের সভাপতি জহুরা আক্তার। বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মো. সুহেল হাওলাদার, নাফিসা শবনম, ফাতেমা সুলতানা প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।