সুরমা টাইমস ডেস্ক :
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন আমাদের সময়ের দাবি। যুবদল সবসময় জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।
জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে যুবদল সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, সিলেট জেলা যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে প্রতিটি আসন ভিত্তিক কমিটি গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করতে প্রত্যেক নেতাকর্মীকে মাঠ পর্যায়ে থেকে নিরলসভাবে কাজ করতে হবে।
আসন ভিত্তিক কমিটিগুলো তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ভাতালিয়াস্থ সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকীর কার্যালয়ে সিলেট জেলা যুবদলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং সিলেট ২ ও ৩ পর্যায়ক্রমে (আসন ভিত্তিক) দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর, বিশ্বনাথ উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সুয়েব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মো. সেলিম আহমদ সেলু, ১ম সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন রাজু, সহ সাধারণ সম্পাদক সাহেল আহমদ, দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদ।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, যুবদল সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আমরা আসনভিত্তিক জেলা যুবদলের কমিটি গঠনের উদ্যোগ নিয়েছি।
এসব কমিটি তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করবে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনকে আরও গতিশীল করবে। ন্যায়ভিত্তিক সমাজ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদল অটল থেকে জনগণের পাশে থাকবে।
অন্যান্যের মধ্যে রাখেন ওসমানী নগর উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, বালাগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফয়জুল হক মেম্বার, বিশ্বনাথ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সামছুল ইসলাম, বিশ্বনাথ পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহমেদ জিল্লু চেয়ারম্যান, বালাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম আহমদ,
ওসমানী নগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, ইসলাম উদ্দিন,বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আলী,দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী আহমদ, কাওছার আহমদ নামর, সুজন আল মামুন সুন্দর, রাসেল আহমদ, হুমায়ুন রশিদ, মিছবাহ উদ্দিন, নুরুল ইসলাম সুজন,
ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জয়ফুর রহমান পারভেজ, মাজহারুল ইসলাম রাসেল, টুটুল আহমদ, তারেক আহমদ খান, নাসির উদ্দিন লিটন, বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোশাহিদ আলী, মফুর মিয়া, দেলওয়ার শিকদার, তাহিল আহমদ রেজাউল, মিজান আহমদ, ওসমানী নগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, আকিক আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, নাজিম উদ্দিন, ওয়াতিউর রহমান আতিক, সদস্য আব্দুল হান্নান বাবুল, শিহাব উদ্দিন,
বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহ মো. লিলু মিয়া, বাবুল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সাজিব আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. বদরুল আলম, সহ দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী,
সহ ক্রীড়া সম্পাদক সৈয়দ মজনু মিয়া, সিনিয়র সদস্য আব্দুল জলিল সামায়ুন, দক্ষিণ সুরমা যুবদল নেতা লিটন আহমদ প্রমুখ।