সুরমা টাইমস রিপোর্ট : স্কলার্সহোম মেজরটিলা কলেজে মহান বিজয় দিবস- ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো.ফয়জুল হক বলেন,জাতীয় ঐক্যের মধ্য দিয়ে একটি মর্যাদাবান জাতিতে পরিণত হয়ে ,একাত্তরের এই বিজয়কে অর্থবহ করে তুলতে হবে। বাংলাদেশের এই স্বাধীনতা সংগ্রামে একসাগর রক্তের প্রয়োজন হয়েছে, সেই রক্তশোধ করতে হলে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশের উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে।
বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমি ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হুসেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে প্রিমত মজুমদার প্রাজ্ঞ, শিক্ষকদের পক্ষ থেকে প্রভাষক জাহাঙ্গীর হুসেন, প্রভাষক রাজন সরকার ও বিশেষ অতিথি হিসাবে কলেজের উপাধ্যক্ষ (প্রাথমিক শাখা) নাহিদা খান বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যের পরপরই এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আর দিনের শুরুতে আনুষ্ঠানিকভাবে এবং জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে কলেজ অধ্যক্ষ জনাব মো: ফয়জুল হক জাতীয় পতাকা উত্তোলন করেন। এতে উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী।
- বিজয় দিবসে মুক্তাক্ষর’র আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
- মহান বিজয় দিবসে ফটো জার্নালিস্ট এসোসিশনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ