সুরমা টাইমস রিপোর্ট : শুভ জন্মদিন আমার বাংলাদেশ’ বিজয় দিবসকে স্বাগত জানিয়ে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজন করে আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।
১৬ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১১ টায় সিলেট ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মেট্রোপলিটন কিন্ডারগার্টেন স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোঃ নুরুল আমীন এর সভাপতিত্বে ও আবৃত্তি প্রশিক্ষক বিমল করের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মেট্রোপলিটন কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অমিতা বর্ধন ও আবৃত্তি শিল্পী মোঃ মিজানুর রহমান মিজান। আরও উপস্থিত ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক ফিরোজা আক্তার, মনি রায় ও কাজী রেহানা বেগম।
শৃঙ্খলমুক্তির বিজয়ের দিনে আবৃত্তি প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন মুনতাহা তাবাসসুম, ২য় স্থান অর্জন করেন সুমাইয়া জান্নাত তাহা এবং ৩য় স্থান অর্জন করেন সাদাতুল ইসলাম। বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান ও বিশেষ অতিথিবৃন্
- মহান বিজয় দিবসে সিলেট ’ল কলেজ ছাত্র কল্যাণ পরিষদের শ্রদ্ধাঞ্জলি
- জাতীয় ঐক্যের মধ্যদিয়ে একটি মর্যাদাবান জাতিতে পরিণত হয়ে, রক্তের বিনিময়ে একাত্তরের বিজয়কে অর্থবহ করতে হবে – অধ্যক্ষ মো. ফয়জুল হক