মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ তিনজন আটক

অদ্য ১২.০৬.২০২৩খ্রিঃ তারিখ দুপুর ১২.০৫ ঘটিকার সময় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব নাজমুল হুদা খান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) অঞ্জন সিংহ, কনস্টেবল/১৫১৬ আব্দুল বাছির, কনস্টেবল/১২৬০ আসাদ মিয়া, কনস্টেবল/১১৬৮ রুমেল দেব, সর্ব কর্মস্থল মহানগর গোয়েন্দা বিভাগ, এসএমপি, সিলেট এবং ড্রাই: কনস্টেবল/৯০৬ এনামুল হক, মোটরযান শাখা, এসএমপি, সিলেট -দের নিয়ে টিম-০১ টহল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতয়ালী মডেল থানাধীন সোবহানীঘাট সাকিনস্থ সিলেট তামাবিল রোডস্থ হাতেম তায়ী নামীয় দোকানের সামনে অভিযান পরিচালনা করে।
১। নূর আলম @ বাবু (২৬), পিতা- দিনামাঝি, মাতা- সিতারা বেগম, সাং- শেলবরস, নাপিতপাড়া, থানা- ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- বাসা নং- ৩৬, লোহারপাড়া কাজিটুলা, থানা- কোতয়ালী মডেল, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ১২ (বার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, উক্ত আসামী মাদক সহ বিভিন্ন অপরাধকর্মের সহিত জড়িত।
অপর অভিযানে অনুমান ১২:৩৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগ এর পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব এ.কে.এম শামীম হাসানের নেতৃতে এসআই(নিঃ)/ মোঃ আব্দুল মজিদ খান, সঙ্গীয় কনষ্টেবল/১০১৬ মহিম রঞ্জন বিশ্বাস, কনস্টেবল/২২৯২ শামীম মিয়া, কনস্টেবল/১৫৩০ এমরান হোসেন রুবেল, সর্ব কর্মস্থল মহানগর গোয়েন্দা বিভাগ, এসএমপি, সিলেট এবং ড্রাই কং/১৩৭০ সাইফুল ইসলাম, মোটরযান শাখা,
এসএমপি সিলেটদের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম-০১ (ই) গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতয়ালী মডেল থানাধীন পূর্ব বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
আসামী ১।কৃঞ্চ কান্তি দাস (৫৫), পিতা-মৃত কাশিনাথ দাস, মাতা:-শস্করী বালা দাস, সাং-নারায়নপুর, থানা-শাল্লা, জেলা-সুনামগঞ্জ,
বর্তমানে:-হাওলাদারপাড়া, থানা-জালালাবাদ, জেলা-সিলেট ২। মো: মাসুম (৩৫), পিতা- মনির উদ্দিন দেওয়ান, মাতা:-সাহেদা বেগম, সাং-চান্দাবাজার, পো:-বাখরপুর, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, বর্তমানে:-রেলওয়ে ষ্টেশন (ভাসমান),দ্বয়-কে গ্রেফতার পূর্বক তাহাদের দখল ও হেফাজত হতে ১৬ (ষোল) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সিলেট শহরের কাষ্টঘর এলাকা হইতে পাইকারী দরে ক্রয় করে ঘটনাস্থল সহ সিলেট শহরের বিভিন্ন স্থানের মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারি দরে বিক্রয় করিয়া থাকে।

 

 

—বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।