আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিলেন আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমা দিয়েছেন আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী।
গত রোববার (৯ এপ্রিল) সকালে মনোনয়নপত্র সংগ্রহ করে দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি দলীয় মনোনয়ন ফরম জমা দেন।

মনোনয়নপত্র জমা দিয়ে দলের অন্যতম মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যার ঘোষিত স্মার্ট বাংলাদেশের প্রথম স্মাট নগরী গড়তে আমার নেত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতিকের মনোনয়ন দেন তাহলে সবার সহযোগিতায় নৌকার বিজয় উপহার দিতে পারবো ইনশা আল্লাহ’।

তিনি আরও বলেন, ‘আমি যদি মনোনয়ন না ও পাই আমার দল যাকে মনোনয়ন দিবে তাঁর পক্ষে আমি কাজ করে যাবো’।তিনি পূণ্যভূমি সিলেটের সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা চান।

এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ সিলেট বিভাগ আইনজীবী পরিষদের সভাপতি ও হাইকোর্টের আইনজীবী এডভোকেট মোস্তাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জগদীশ চন্দ্র দাস, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা-সেবকলীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ,

সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মবশ্বির আলী, মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, মহানগর আওয়ামী লীগ নেতা বেলাল খান, আব্দুল হান্নান, সাদিকুর রহমান সাদিক, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি,

সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মহানগরের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সিলেট জেলা ছাত্রলীগে সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ,

সাধারণ সম্পাদক নাইম আহমদ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ নেতৃবৃন্দ।

 

 

 

 

— বিজ্ঞপ্তি ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।