সিলেট জেলা পুলিশের তৎপরতায় গোয়াইনঘাটে উদ্ধারকৃত বিশাল আকৃতির অজগর সাপ ফিরে গেলো প্রকৃতির নিরাপদ আশ্রয়

গোয়াইনঘাট প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাটে রুস্তমপুর ইউনিয়ন বীরমঙ্গল হাওর থেকে পুলিশের তৎপরতায় জীবিত উদ্ধার করা হয়েছে একটি বিশাল আকৃতির অজগর সাপ।

স্থানীয়দের ধারণা খাবারের সন্ধানে পাশবর্তীদেশ ভারতের জঙ্গল থেকে অজগরটি বাংলাদেশে চলে আসতে পারে।

গতকাল রোববার (১০ই সেপ্টেম্বর) সকাল ৮টায় গোয়াইনঘাট থানাধীন রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর মাটিকাপা গ্রামের মোঃ আলীর পুকুর পাড় থেকে ৭ ফুট লম্বা বিশাল আকৃতির এই অজগর সাপের উপস্থিতি ধরা পড়ে। পরে স্থানীয়রা সাপটি ধরে ফেলে।

অজগর সাপ উদ্ধারের খবর চাউর হলে সাপটি এক নজর দেখতে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমায়।

খবর পেয়ে সিলেট জেলা পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষনিক গোয়াইনঘাট থানা পুলিশের রুস্তমপুর বিটের দায়িত্বরত কর্মকর্তা এ এস আই নয়ন রায়, সঙ্গীয় ফোর্স সহকারে ঘটনাস্থলে ছুটে গিয়ে অজগর সাপটিকে নিজেদের হেফাজতে নেন।

পরবর্তীতে উদ্ধারকৃত অজগর সাপটি যেন প্রকৃতির নিরাপদ আশ্রয় লাভ করতে পারে সেজন্য বন বিভাগ কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

এসময় স্থানীয় বনবিভাগের বনপ্রহরী মোঃ আব্দুল মালেকের হাতে উদ্ধার হওয়া অজগর সাপটি হস্তান্তর করেন।

বনবিভাগ সারী রেঞ্জ ও ফুট অফিসার মোঃ সালাহউদ্দিন জানান, উদ্ধারকৃত সাপটি গহীন বনে অবমুক্ত করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।