সুরমা টাইমস ডেস্ক:
সিলেটের গোয়াইঘাট উপজেলার জাফলং চা বাগান এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিশু খাদ্য ও শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার (২রা ফেব্রুয়ারি) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন চাই’ এর উদ্যেগে দুই শতাধিক পরিবারের মাঝে এ শিশুখাদ্য ও শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য ও ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম কাজল এবং ডিভিশনাল কো-অর্ডিনেটর ইকবাল হোসাইন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাফলং চা-বাগানের ফিল্ড সুপারভাইজার মো. কপিল উদ্দিন লিটন, এফআইভিডিবি এর সিলেট প্রতিনিধি হেলেন সরকার, চা-বাগানের পঞ্চায়েত সভাপতি আক্কেল প্রধান,
হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক রিয়াজ উদ্দিন, সেবা ফাউন্ডেশনের সভাপতি আরিফুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানটি সফল করতে সহযোগী পার্টনার হিসেবে কাজ করে জাফলংয়ের সেবা ফাউন্ডেশন, সিলেটের আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশন ও হবিগঞ্জের এম.এম.কে ফাউন্ডেশন।
চা বাগানের প্রান্তিক এই জনগোষ্ঠীর জীবনমান ও শিক্ষার উন্নয়নে ভবিষ্যতে তাদের কমিউনিটির সাথে আরও কাজ করার আশা ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দরা।