নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে উপজেলার অভিযান দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৯) ও পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস এর যৌথ অভিযানে এই জরিমানা করা করা হয়।
গতকাল সোমবার (১৭ই ফেব্রয়ারি) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নিবার্হী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় গোয়াইনঘাট উপজেলার ডিবিএম ব্রিকস ফিল্ডকে ৩ লাখ টাকা ও কোম্পানীগঞ্জ উপজেলার হাজী আব্দুস সালাম ব্রিকস ফিল্ডকে ২লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।