সুনামগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিক্সসহ পোষা প্রাণীর ঔষধ জব্দ

সুরমা টাইমস ডেস্ক :

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও পোষা প্রাণীর ঔষধসহ একটি মালিকবিহীন কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজার পাকা রাস্তায় এক বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় ১৮হাজার ৯শত ৭৭ পিস ভারতীয় কসমেটিক্স এবং ১৪হাজার ৮৭২ পিস Dog & Cat এর ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।

 

জব্দকৃত কাভার্ড ভ্যানটির আনুমানিক মূল্য পনেরো লক্ষ টাকা। ভারতীয় কসমেটিক্স এর আনুমানিক মূল্য ১ কোটি ১২ লক্ষ ১৫ হাজার ৪শত টাকা।

 

এবং Dog & Cat এর ভারতীয় ঔষধের আনুমানিক মূল্য পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার ছয়শত ছেচল্লিশ টাকা। যা সর্বমোট সিজার মূল্য এক কোটি বাষট্টি লক্ষ সত্তর হাজার তিপ্পান্ন টাকা।

 

এ অভিযানে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর আসিফ রানা অনীক, পিএসসি এর নেতৃত্বে ২০ জন সেনাসদস্য এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ২৪ জন বিজিবি সদস্যসহ মোট ৪৬ জন অংশগ্রহণ করেন।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত কাভার্ডভ্যানসহ সকল পণ্য শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।