চেয়ারম্যান ওবায়দুল হক ইশহাক’র মৃত্যুতে ইদ্রিস মার্কেট ব্যবসায়ী সমিতির শোকসভা ও দোয়া মাহফিল
সড়ক দূর্ঘটনায় নিহত ১নং জালালাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইদ্রিস মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী এবং ইশহাক ট্রাভেলস এর স্বত্ত্বাধিকারী ওবায়দুল হক ইশহাক এর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বাদ যোহর মার্কেট প্রাঙ্গণে জিন্দাবাজারস্থ ইদ্রিস মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে নিহত ওবায়দুল হক ইশহাক এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ইদ্রিস মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদের পরিচালনায় শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, আটাব সিলেট জোনের সাবেক চেয়ারম্যান ও আব্দুল জব্বার জলিল ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল, আটাব সিলেট জোনের চেয়ারম্যান জিয়াউর রহমান খান রেজওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ইসি সদস্য দেওয়ান রোশু চৌধুরী, তাজুল ইসলাম, আব্দুস সালাম সুহেল, মো: তাজ উদ্দিন খাঁন প্রমূখ।
—বিজ্ঞপ্তি