সিলেট নগরীতে সবজি ব্যবসায়ী খুনের ঘটনায় তিন ছিনতাইকারী আটক

সুরমা টাইমস ডেস্কঃ

ভিকটিম মৃত গোবিন্দ দাস (৩৫) পিতা- মৃত গৌরাঙ্গ দাস, মাতা- বাসন্তি রায়, সাং- বড়গাঁও, থানা- শাল্লা, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- আখালিয়া নতুন বাজার, রাংকু দাসের বাসায়, থানা-জালালাবাদ, জেলা- সিলেটে থাকিয়া ভ্যান গাড়ীতে করে দীর্ঘদিন যাবৎ সব্জি বিক্রয় করিয়া আসিতেছে।

 

ভিকটিম গোবিন্দ দাস (৩৫) প্রতিদিনের ন্যায় আখালিয়া নতুন বাজার, রাংকু দাসের বাসায়, থানা-জালালাবাদ, জেলা- সিলেট এর বাসা থেকে অদ্য ০১/০৬/২০২৩খ্রিঃ তারিখ ভোর রাত্রে সোবহানীঘাটস্থ কাঁচাবাজার হইতে সবজি কিনার জন্য তাহার চালিত ভ্যানগাড়ী যোগে রওয়ান করে।

 

অতঃপর অদ্য ০১/০৬/২০২৩খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৫.২০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন ধোপাদিঘীর পূর্ব পাড়স্থ সৈয়দ চান্দ আহমদ চিশতিয়া মাজারের সামনে পাকা রাস্তার উপর পৌঁছাইলে অজ্ঞাতনামা দূস্কৃতিকারীরা ভিকটিম গোবিন্দ দাস (৩৫) এর পথরোধ করতঃ ধারালো চাকু দ্বারা তাহার ডান বগলের নিচে পাজরে ঘাই মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করিয়া তাহার সাথে থাকা নগদ ৭০০০/- (সাত হাজার) টাকা নিয়া অজ্ঞাতনামা দূস্কৃতিকারীরা ঘটনাস্থলে হইতে পালিয়ে যায়।

 

পরবর্তীতে পথচারী লোকজন ভিকটিম মৃত গোবিন্দ দাস (৩৫)’কে গুরুতর রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার তাহাকে উক্ত হাসপাতালে ভর্তি করেন। অতঃপর গোবিন্দ দাস (৩৫) চিকিৎসাধীন অবস্থায় অদ্য ০১/০৬/২০২৩খ্রিঃ তারিখ সকাল ০৮.৩০ ঘটিকায় মৃত্যু বরণ করে।

 

ঘটনার সংবাদ প্রাপ্ত হইয়া তাৎক্ষনিক উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর), সাদেক কাউসার দস্তগীর এসএমপি, সিলেট, সহকারী পুলিশ কমিশনার, জনাব মোঃ সামছুদ্দিন ছালেহ আহমেদ চৌধুরী পিপিএম (বার), কোতোয়ালী মডেল থানা, এসএমপি, সিলেট অফসিার ইনচার্জ, মোহাম্মদ আলী মাহমুদ, কোতোয়ালী মডেল থানা, এসএমপি, সিলেট সহ অন্যান্য অফিসার ও ফোর্সগণ ঘটনাস্থলে উপস্থিত হন।

 

অতঃপর এসএমপি’র একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা পূর্বক ঘটনার সহিত জড়িত ১। রাহাত রাব্বি (২০) পিতা- সেলিম মিয়া, সাং- সাদিপুর শিবগঞ্জ, থানা-শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট, ২। সৌরভ দাস (১৯) পিতা- রিন্টু দাস, সাং- সাদিপুর শিবগঞ্জ, থানা-শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট, ৩। আতিকুর রহমান শুভ (১৯) পিতা- আলমাছ মিয়া, সাং-ভাটাটিকর ১নং রোড, টিলাগড়, থানা-শাহপরাণ (রহঃ), জেলা- সিলেটদেরকে গ্রেফতার করা হয়।

 

উক্ত আসামীদের দেওয়া তথ্যমতে তাহাদের হেফাজত হইতে ঘটনায় ব্যবহৃত ০১টি চাকু ও ছিনতাইকৃত নগদ ৪৩০০/- (চার হাজার তিনশত) টাকা উদ্ধার করা হয় এবং তাহারা ঘটনার সহিত জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করে। ঘটনায় জড়িত পলাতক অপরাপর আসামীদের গ্রেফতার ও অবশিষ্ট ছিনতাইকৃত টাকা উদ্ধার অভিযান অব্যাহত আছে।

ইতিমধ্যে ভিকটিমের বড় ভাই জনারধন সরকার (৫১) পিতা- মৃত গৌরাঙ্গ দাস, মাতা- বাসন্তি রায়, সাং- বড়গাঁও, থানা- শাল্লা, জেলা- সুনামগঞ্জ বাদী হইয়া অজ্ঞাতনামা দূষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-০২, তারিখ-০১/০৬/২০২৩খ্রিঃ ধারা-৩৯৪/৩০২ পেনাল কোড রুজু করা হইয়াছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।