সিসিক পরিচালিত হাসপাতাল পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট সিটি করপোরেশন (সিসিক) পরিচালিত ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের (নগর উন্নয়ন) যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজ উল্লাহ খান।

 

গত বৃহস্পতিবার দুপুরে নগরীর কুমারপাড়ায় হাসপাতালটির ভবন পরিদর্শন করেন তিনি। এ সময় তাকে হাসপাতালের কার্যক্রম সম্পর্কে অবগত করা হয়।

 

পরে তিনি পুরো হাসপাতাল ঘুরে দেখেন।এ সময় তিনি বলেন, স্বাস্থ্য সেবার ব্যাপারে সকলকে আরো বেশি সচেষ্ট হতে হবে।

 

সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। তিনি হাসপাতালের সেবারমান বিষয়, সেবাগ্রহিতার দায়িত্ব-কর্তব্য বিষয়ে খোজ খবর নেন।

 

এ সময় উপস্থিত ছিলেন,সিসিক’র সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম,

 

রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, মেডিকেল অফিসার ডা. রুমানা মালেক, হাসপাতালের ব্যবস্থাপক আলমগীর কবির মুন্না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।