আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় মহিলা সংস্থা সিলেট’র আলোচনা সভা

জাতীয় মহিলা সংস্থা সিলেট এর চেয়ারম্যান ও সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদ বলেছেন, মাতৃভাষা রক্ষার দাবীতে পৃথিবীর ইতিহাসে দিবসটি সংগ্রাম ও ভাষার অধিকার আদায়ের এক উজ্জলতম দৃষ্টান্ত।

ভাষা আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন জাতীয় চেতনার উদ্ভব হয়েছিল এবং পরবর্তীতে এ চেতনা ধারণ করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি।
তিনি মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরীর উপশহরস্থ কার্যালয়ে জাতীয় মহিলা সংস্থা সিলেট এর উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জাতীয় মহিলা সংস্থা সিলেট এর চেয়ারম্যান হেলেন আহমেদ এর সভাপতিত্বে ও সংস্থার শিক্ষার্থী ফারজানা আক্তার মুন্নির উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা সিলেট এর জেলা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সদস্য কামরুন নাহার বেগম, জহুরা আক্তার খানম, মাধুরী গুণ, সংস্থার প্রশিক্ষক মুহিবুল হক, সুফিয়া বেগম, প্রমুখ।

 

 

 

==বিজ্ঞপ্তি ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।