সুরমা টাইমস ডেস্ক :
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা ও দেশজুড়ে বিএনপির সন্ত্রাসী কর্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল শুক্রবার (১১ই জুলাই) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে রায় সাহেব বাজার-তাঁতিবাজার-মিডফোর্ড হসপিটাল ঘুরে ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিজ্ঞাপন এ সময় শিক্ষার্থীরা ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; যুবদলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন; যুবদলের চাঁদাবাজরা, হুঁশিয়ার সাবধান; আমার ভাই খুন কেন?,তারেক রহমান জবাব দে; তারেক রহমান জবাব দে; মিটফোর্ড খুন কেন? বিএনপি জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’; ‘বিএনপি, চাঁদাবাজ; চাঁদা তোলে পল্টনে,ভাগ যায় লন্ডনে’— ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল থেকে বিএনপি চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে দেশের জনগনকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন শিক্ষার্থীরা।
জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি মত বড় দল থেকে এ ধরণের কার্যক্রম কখনোই প্রত্যাশিত নয় বলেও উল্লেখ করেন তারা।