সুরমা টাইমস ডেস্ক :
এই মুহূর্তে নারী ফুটবলের স্থানান্তরের সর্বোচ্চ রেকর্ডটি ছিল জানুয়ারিতে চেলসির ৯ লাখ পাউন্ডে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার নাওমি গিরমাকে সাইন করানো।
২০২৪ সালের জুলাইয়ে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং থেকে লিভারপুলে এসেছিলেন স্মিথ।
সেসময় লিভারপুল তাকে ক্লাব-রেকর্ড ২ লাখ পাউন্ডের কিছু বেশি ট্রান্সফারে নিয়েছিল। প্রথম ডব্লিউএসএল মৌসুমেই ২০ ম্যাচে সাতটি গোল করেছেন তিনি। কানাডার হয়ে ইতিমধ্যে খেলেছেন ১৮টি আন্তর্জাতিক ম্যাচ, যেখানে করেছেন চার গোল।
২০ বছর বয়সী কানাডিয়ান ফরোয়ার্ড স্মিথের এখনও লিভারপুলের সঙ্গে দুই বছরের চুক্তি বাকি, কিন্তু আর্সেনালের বিশাল অঙ্কের প্রস্তাব লিভারপুল গ্রহণ করেছে।
প্রাক্তন ইংল্যান্ড ও ম্যানসিটি মিডফিল্ডার ইজি ক্রিশ্চিয়ানসেন বলেন, ‘এই ফি অবিশ্বাস্য। খুবই বড় অঙ্কের টাকা। তবে স্মিথ যাচ্ছেন একটি দারুণ ক্লাবে। এটি নিশ্চিতভাবে নারী ফুটবলের জন্য এক যুগান্তকারী মুহূর্ত।
তিনি আরও বলেন, ‘এটি ভবিষ্যতের একটি প্রজেক্ট হতে যাচ্ছে। এখনই বলা কঠিন সে প্রথম একাদশে থাকবে কি না।
তবে আর্সেনালের মতো একটি চ্যাম্পিয়নস লিগ জয়ী স্কোয়াডে এমন গভীরতা যোগ করা নিঃসন্দেহে তাদের ডব্লিউএসএল জয়ের স্বপ্নকে আরও জোরালো করবে।’