ওনানার ভুলের রাতে দোষ নিজের কাঁধে নিলেন ম্যানইউ কোচ

সুরমা টাইমস ডেস্ক :

গত বৃহস্পতিবার রাতে লিওঁর বিপক্ষে মাঠে নামার আগে ওনানাকে ক্লাব ইতিহাসে ‘অন্যতম বাজে গোলকিপার’ বলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার নেমাঞ্জা মাতিচ।

ম্যাচ শেষ হওয়া পর্যন্ত মাতিচের কথাকেই যেন সত্য প্রমানিত করেন ২৯ বছর বয়সী গোলকিপার ওনানা। ক্যামেরুনের এ গোলকিপারের ভুলেই লিওর বিপক্ষে ২-২ গোলে ম্যাচ ড্র করে রেড ডেভিলসরা। তবে লিওঁর বিপক্ষে ম্যাচ শেষে সব ভুল নিজেই মাথা পেতে নেন ম্যানইউ কোচ রুবেন আমোরিম।

আমোরিমের মতে চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার হিসেবে তিনি গোলকিপার আন্দ্রে ওনানার চেয়েও বেশি ভুল করেছেন।

ম্যাচ শেষে আমোরিম বলেন, ‘এই মুহূর্তে আন্দ্রেকে আমি এমন কিছু বলতে পারছি না যা তাকে সাহায্য করবে, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাভাবিক থাকা।

তারপর যখন সময় আসবে তখন আমি খেলার জন্য সেরা একাদশটি বেছে নেব। তবে আমি এখনও আন্দ্রেকে নিয়ে সত্যিই আত্মবিশ্বাসী।

 

আপনি যদি এবারের মৌসুমের দিকে তাকান, তাহলে আমি এই শেষ ম্যাচগুলোতে তাদের চেয়ে বেশি ভুল করেছিলাম।’

 

এদিকে বৃহস্পতিবার ম্যাচ চলাকালীন বিবিসি রেডিও ফাইভের লাইভে সাবেক ইংলিশ মিডফিল্ডার অ্যারন লেনন বলেন, ‘ওনানার সতীর্থরা মনে হয় তার উপর নারাজ হবে।

আমার মতে, দুটোই বড় ভুল, দুটি গোলই তার (ওনানার) বাঁচানো উচিত ছিল। আজ তার ভুলেই ইউনাইটেড হেরেছে।’

গত মৌসুমের শুরু থেকে, ওনানা সকল প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত আটটি ভুল করেছেন যার ফলে ম্যাচে গোল হজম করতে হয়েছে।

 

যা প্রিমিয়ার লীগের ক্লাবের হয়ে খেলা যেকোনো গোলরক্ষকের মধ্যে সর্বোচ্চ। কিন্তু নভেম্বরে ইউনাইটেডের ম্যানেজার নিযুক্ত হওয়া আমোরিম শেষপর্যন্ত বিশ্বাস রাখতে চান ওনানার উপর।

আমোরিমকে এ বিষয়ে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তার গোলরক্ষকের উপর এখনও আস্থা আছে কিনা, আমোরিম টিএনটি স্পোর্টসকে বলেন, ‘আমরা একই কাজ চালিয়ে যাচ্ছি।

 

প্রশিক্ষণ, খেলা দেখা, প্রতিটি ম্যাচ জেতার জন্য এরপর থেকে সেরা একাদশ বেছে নেয়ার জন্য চেষ্টা করবো।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।