বাংলাদেশ টু টরন্টো: শিরোনামহীনের প্রথম কানাডা ট্যুর

সুরমা টাইমস ডেস্ক :

প্রায় তিন দশক পর প্রথমবারের মতো কানাডা ট্যুরে যাচ্ছে জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘শিরোনামহীন’। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে টরন্টো থেকে শুরু হবে এই বহুল প্রত্যাশিত ট্যুর, যার আয়োজন করছে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান ‘মিক্সটেপ’।

 

শিরোনামহীনের ড্রামার ও সুরকার কাজী আহমেদ শাফিন জানান, “ইউরোপ ট্যুরে বিভিন্ন দেশের সংস্কৃতি ও প্রকৃতি আমাদের ভীষণভাবে মুগ্ধ করেছিল। এবার কানাডা সফরেও একই রকম দারুণ অভিজ্ঞতা হবে বলে আশা করছি।”

 

ভোকালিস্ট শেখ ইশতিয়াক বললেন, “এমন ট্যুর থেকে যে অভিজ্ঞতা আর জ্ঞান আমরা অর্জন করি, তা আমাদের সৃজনশীল চর্চায় দারুণভাবে সাহায্য করে।”

 

ব্যান্ডের দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান জানান, কানাডা সফরের পাশাপাশি এ বছর আরও কিছু আন্তর্জাতিক ট্যুরের পরিকল্পনা রয়েছে।

 

এরই মধ্যে তাদের নতুন অ্যালবাম বাতিঘর প্রকাশ পাচ্ছে, যার অন্যতম গান ‘প্রিয়তমা’ ইউটিউবে এক মাসের মধ্যে ১৫ লাখের বেশি বার দেখা হয়েছে।

 

এ ছাড়া ব্যান্ডটি আরও চারটি গানের ভিডিও নির্মাণ করেছে, যার মধ্যে ‘কত দূর’ গানটি প্রবাসী বাংলাদেশিদের জীবনের আবেগ ও বাস্তবতা কেন্দ্র করে তৈরি।

 

জনপ্রিয় গান ‘এই অবেলায়’-এর একটি সিক্যুয়েল ভিডিওও নির্মিত হয়েছে। এসব ভিডিওর দৃশ্য ধারণ হয়েছে থাইল্যান্ড ও ভারতে।

শ্রোতাদের সঙ্গে বিশ্বমঞ্চে সংযোগ বাড়াতে শিরোনামহীনের এই নতুন যাত্রা নিঃসন্দেহে ব্যান্ডটির সংগীত ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।