কুরআনই শান্তি, স্বস্তি ও
নিরাপত্তার গ্যারান্টি
—–মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, কুরআনই শান্তি, স্বস্তি ও নিরাপত্তার গ্যারান্টি। আল্লাহ তা’য়ালা প্রেরিত উপদেশ- অন্তরের অসুস্থতা দূরীকরণে কার্যকর মহৌষধ। অজ্ঞতা, ভ্রান্ত বিশ্বাস, সংশয়, বক্রতা, অন্ধতা, মুনাফেকি, অহংকার, হিংসা, লোভ, গাফলতি, ভীরুতা, দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তি পেতে হলে কুরআনের দিকে ফিরে আসতে হবে। কুরআন হলো মু’মীনদের জন্য সঠিক পথনির্দেশনা ও আল্লাহ প্রদত্ত রহমত ও নেয়ামত।
তিনি রবিবার রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আত-তাক্বওয়া ইসলামী যুব সমাজ সুলতানপুর আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
মাওলানা আকবর আলী, মাওলানা ইসকন্দর আলী ও হাজী আব্দুল লতিফের সভাপতিত্বে এবং মাওলানা জুবায়ের আহমদের পরিচালনায় মাহফিলে তাফসীর পেশ করেন আলেমে দ্বীন মাওলানা নুরুল ইসলাম খান, ক্বারী শুয়াইব আহমদ আশরাফী ও মুফতি কাওছার আহমদ হাসানী।
উপস্থিত ছিলেন ও আলোচনা পেশ করেন কিশোর কন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জের চেয়ারম্যান মনিরুজ্জামান পিয়াস, তরুণ দা’য়ী ইলাল্লাহ মাওলানা জাহাঙ্গীর খাঁন ও ক্বারী মাহদী আল হাসান প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার আরও বলেন, উলামায়ে কেরামের মধ্যে সুসম্পর্ক সুসংহত রাখতে হবে। জাতির কল্যাণে সময়োপযোগী ভূমিকা পালন অনস্বীকার্য। মতভেদ নয় ঐক্যই শক্তি। সত্য ও সুন্দরের আহবান সর্বত্র ছড়িয়ে দিতে হবে। দিকহারা মানুষকে হেদায়াতের পথে পরিচালনায় নেতৃত্ব দিতে হবে।