সাম্রাজ্যবাদী ও ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির কবল থেকে জাতি রক্ষায় ইসলামী সংস্কৃতি চর্চার বিকল্প নেই

সুরমা টাইমস রিপোর্ট : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মুক্তিযুদ্ধের গল্পপাঠ’ বিষয়ক আলোচনা সভা সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র সিলেট জেলা সভাপতি আরিফুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলবাবুল হক চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আবু নাসের, প্রশিক্ষণ সম্পাদক মুহসিনুল হক কিবরিয়া, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জাবির আহমদ, শুরা সদস্য খালেদ আহমদ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী ও ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির কবল থেকে জাতি রক্ষায় ইসলামী সংস্কৃতি চর্চার বিকল্প নেই। সংস্কৃতি হলো সেই শক্তি, যা মানুষের চিন্তায় ও কাজে উন্নতিশীলতা, উৎকর্ষমানতা, সৌন্দর্যমানতা, উত্তরণশীলতা, প্রগতিশীলতা ও পূর্ণতা প্রয়াসের মধ্যে বিরাজ করে। সংস্কৃতিতে সর্বজনীন কল্যাণবোধ, ন্যায়-অন্যায়বোধ ও ন্যায়নিষ্ঠা থাকে। দেশের আত্মত্যাগদানকারী শহীদ মুক্তিযোদ্ধাদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।