বিজয় দিবসে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আলোচনা সভা

সুরমা টাইমস রিপোর্ট : মহান বিজয় দিবস উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চৌহাট্টাস্হ ভোলানন্দ নৈশ্য বিদ্যালয় প্রাঙ্গনে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা সভাপতিত্বে ও জেলা সদস্য মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, কথাকলি সভাপতি শামসুল বাসিত শেরো, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাহুল ভট্টাচার্য, বাসদ সদস্য সচিব প্রণব জ্যোতি পাল।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা পুঁজিবাদী শাসনের যাঁতাকলে পিষ্ট। ফলে সমাজে বৈষম্য বাড়ছে। পুঁজিবাদী -ভোগবাদী সংস্কৃতি গোটা সমাজ কে অবক্ষয়ের দিকে ধাবিত করছে।

বক্তারা উগ্র জাতীয়তাবাদী-আগ্রাসী সাম্প্রদায়িক উম্মদনার বিরুদ্ধে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার গণ ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা নৃত্য, গান, কবিতা পরিবেশন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।