রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৭৪ গাড়ি ডাম্পিং

সুরমা টাইমস ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮০২টি মামলায় ৭২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৭৪টি গাড়ি ডাম্পিং ও ২৪ টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।