সুরমা টাইমস রির্পোট : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সম্মেলন সফলের লক্ষ্যে সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট ১৬৬৯ এর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর শাহী ঈদগাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক সোবহান আহমদ, শ্রম সম্পাদক আবুল কাশেম, সদস্য আলমগীর হোসেন সালমান, মোবারক আলী, রুবেল আখন্দ, আইয়ুব আলী, বাহার উদ্দিন, মোবারক আলী।
সভায় আগামী ২০ ডিসেম্বর সকাল ৮টায় সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জমায়েত হয়ে মিছিল সহকারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে যোগদান করবেন।
বক্তারা ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করতে শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের বিশাল সম্মেলনে সিলেট জেলার রিক্সা শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
- কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত
- নবীগঞ্জে হত্যা মামলায় সাক্ষী লুৎফুরকে কুপিয়ে ক্ষত-বিক্ষত, আশংকাজনক অবস্থায় সিলেট প্রেরন