সুরমা টাইমস রিপোর্ট : জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এম এ সালেহ চৌধুরী বলেন বাংলাদেশের রাজনীতিকে আন্তর্জাতিক ও জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সাজাতে হবে। এমনি দিনে ৩৯ বছর পূর্বে সফল রাষ্ট্র নায়ক পল্লী বন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ এর হাত ধরে জাতীয় পার্টি প্রতিষ্টা হয়েছিল। এর পর পল্লী বন্ধুর হাত দরে এদেশের ব্যাপক উন্নয়ন হয়েছিল।
জাতীয় পার্টি প্রতিষ্টা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী আরও বলেন ‘বাংলাদেশের রাজনীতিকে সাজাতে হবে আন্তর্জাতিক ও জাতীয় রাজনীতির হিসাব মিলিয়ে। সেভাবেই জাতীয় পার্টিকে তৈরি করতে হবে। এই কাজকে আবারও বেগবান করার লক্ষ্যে তরুণ প্রজন্মের নেতৃত্বকে এগিয়ে আসতে হবে।’ তরুণ নেতৃত্বকে স্বাধীনতা সার্বভৌমত্বের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, এই কাজ জাতীয় পার্টির চাইতে ভালো করে কেউ পারবে না।
বুধবার (১ জানুয়ারী) বিকাল ৪টায় সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্টা বার্ষিকী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সংগঠনটির জেলা ও মহানগর শাখার আয়োজনে বুধবার বিকালে সিলেট নগরীর অভিজাত হোটেল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির সকল স্তরের নেতৃত্ব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে জানিয়ে এডভোকেট সালেহ চৌধুরী আরো বলেন, আমরা আমাদের পবিত্র দ্বায়িত্ব ও কর্তব্য পালন করবো। আমরা দেশবাসীকে আশ্বস্ত করছি, আমরা বসে নেই। জাতীয় পার্টি আরও সুসংগঠিত হচ্ছে। দেশ ও জাতির কল্যাণে আমাদের কাজ অব্যাহত থাকবে। আমরা সেই অবিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবো, যার ফলে আগামীর নতুন বাংলাদেশ সুরক্ষিত থাকবে। কোন ষড়যন্ত্র আমাদের লক্ষ্য স্তম্ভিত করতে পারবে না। ছাত্র জনতা ও তুরুণ প্রজন্মের এই বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।
জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট কবির আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা জাতীয় পার্টির সহ সভাপতি লিয়াকত আলী খান, হবিগঞ্জ জেলার সভাপতি জামাল মিয়া, জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি বিষ্ণু রবি দাস, মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোজাম্মেল হোসেন বাদশা সহ বিভিন্ন থানা ও উপজেলার জাতীয় পাটির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা, গণতন্ত্রের চর্চা ও সুষ্ঠু ধারার রাজনীতি করতে সকলকে জাতীয় পাটির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা ও সিনিয়র নেতা কর্মীর সু-স্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
- ছাত্রদলের আলোচনা সভায় তারেক রহমান সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন
- জুলাই অভ্যুত্থানের ভয়াবহ অভিজ্ঞতার আলোকে ‘বিউপনিবেশিত রাষ্ট্রভাবনা’ বিষয়ক সেমিনার