সুরমা টাইমস রিপোর্ট : সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩৬ নং ওয়ার্ড (আল-ইসলাহ পৃর্ব ও পশ্চিম পাড়া) কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর সন্ধায় বালুচর নতুন বাজার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা বিএনপির উপদেস্টা ৩৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কাজী মুহিবুর রহমান এর সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সহ-সভাপতি, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মঈনুল ইসলাম ও ৩৬নং বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ জমির উদ্দিন মেম্বার এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভাপরপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী। প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মতিউর বারী খুর্শেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, দেওয়ান জাকি, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেস্টা এম এ রহিম, ৩৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মুহিবুর রহমান মুহিব, ৩৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিন, যুবদল নেতা হোসেন আহমদ প্রমখ।
সভা শেষে প্রধান অতিথি মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
- সিলেটে থার্টি ফাস্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে মেট্রোপলিটন পুলিশের যতো নিদের্শনা
- পরিবহন শ্রমিকদের নৈরাজ্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান জকিগঞ্জবাসী