সুরমা টাইমস রিপোর্ট : মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে সোমবার ১৬ ডিসেম্বর সকাল ১০টায় আম্বরখানাস্হ দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের হয়। পরবর্তীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিজয় শোভাযাত্রায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ব্যাটারি চালিত যানবাহন সংগ্রাম সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি মাসুমা খানম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রত্না বসাক, সংগ্রাম পরিষদের সহ- সভাপতি মনজূর,সিমান্ত রায়, হারুন আহমদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নিলয় শর্মা,প্রমূখ।
বিজয় শোভাযাত্রা পূর্ববর্তী সমাবেশে বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর বলেন,আজ যখন আমরা যখন বিজয় দিবস পালন করছি তখন মুক্তিযুদ্ধের ঘোষণা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার থেকে দেশ আজ যোজন যোজন দূরে। শ্রমিক ন্যায্য অধিকার পায় না, কৃষক ফসলের লাভজনক দাম থেকে বঞ্চিত, শিক্ষা-চিকিৎসা ভঙ্গুর দশা।
আবু জাফর বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজ হারিয়ে যেতে বসেছে।এর মূল কারন শোষণমূলক পুঁজিবাদী শাসন ব্যবস্থা।এ অবস্থা থেকে মুক্তির জন্য শোষণমূলক রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদ করে শোষণমুক্ত সাম্য সমাজ প্রতিষ্ঠা তথা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় লক্ষ্যে শ্রমজীবী মেহনতি জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম প্রয়োজন।