সুরমা টাইমস রিপোর্ট : সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বিগত ২০২৩ সালের ১৩জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির কাছে এই ৩১দফা উপস্থাপন করেন। সাম্য, মানবিক ও সমৃদ্ধিময় বাংলাদেশ গড়তে ৩১দফা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে ৩১দফা’র আলোকে সংস্কারসহ রাষ্ট্র পরিচালনা করবে। তিনি সোমবার (৬জানুয়ারী) বিকাল ৪টার সময় নগরীর ১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩১দফার লিফলেট বিতরণের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ মোঃ কবির আহমদ এর সভাপতিত্বে ও ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সহ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ তায়েফ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালি পংকী। লিফলেট বিতরণের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ১১নং ওয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান রাসেল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জমান খসরু, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, মহানগর বিএনপির সদস্য মন্তাজ মিয়া, ১১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ মোঃ জয়নাল আহমদ, সহ সভাপতি মোজাহিদ খান গুলসান, জামাল উদ্দিন, সাজিদ আহমদ চৌধুরী, আবুল খান, আমিনুর রহমান রুবেল, জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন আহমদ, মহানগর যুবদলের সহ সভাপতি মালেক আহমদ, মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান আহমদ, ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক ফখরুল ইসলাম, সহ যুববিষয়ক সম্পাদক অজয় দাস, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক হোসেনুর রহমান রিজভী, ক্রীড়া সম্পাদক মির্জা শাহরিয়ার জালালী কাইজার, ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক কাউছার আহমদ শিশু, মহানগর যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ, সহ কৃষি বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ, মহানগর ছাত্রদলের আব্দুস সাকিব সায়েম, মহানগর যুবদল নেতা সুমন আহমদ, ওয়ার্ড বিএনপি নেতা কিবরিয়া আহমদ, খোকন আহমদ, আপু আহমদ, পলাশ আহমদ প্রমুখ।
- কাজী নজরুল ইসলাম জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় সিলেটে নজরুল আনন্দ উৎসব
- বিপ্লবের চেতনাকে কোন ভাবেই নস্যাৎ হতে দেয়া যাবে না : এড. এমরান চৌধুরী