বিপ্লবের চেতনাকে কোন ভাবেই নস্যাৎ হতে দেয়া যাবে না : এড. এমরান চৌধুরী

সুরমা টাইমস রিপোর্ট : সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের সেই স্বাধীনতাকে কেড়ে নিয়ে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করেছিল। দীর্ঘ ১৫ বছরের টানা আন্দোলন সংগ্রামের পর হাজারো ছাত্রজনতার রক্তের বিনিময়ে আমরা গোলামীর জিঞ্জির থেকে প্রাথমকি ভাবে মুক্ত হয়েছি। কিন্তু আমাদের চুড়ান্ত বিজয় এখনো হয়নি। মানুষের ভোটাধীকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত রাজনৈতিক সরকার রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পাওয়ার পূর্ব পর্যন্ত আমাদেরকে সজাগ থাকতে হবে। কারন ইতিমধ্যে আমাদের এই বিজয়কে ছিনিয়ে নেয়ার জন্য চক্রান্ত শুরু হয়েছে। দেশী-বিদেশী শক্তি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই শহীদদের রক্তের শপথ নিয়ে সর্বস্থরের মানুষকে সুসংগঠিত করে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে রাজপথে থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে বিপ্লবের চেতনাকে কোন ভাবেই নস্যাৎ হতে দেয়া যাবে না।

সোমবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার বাগলা শাহী ঈদগাহ বাজারে বাদেপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ বিগত সাড়ে ১৫ বছর উন্নয়নের দোহাই দিয়ে সারাদেশে লুটপাট করেছে। গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলাও এর ব্যাতিক্রম ছিলনা। এখানে যিনি তথাকতিত এমপি ছিলেন তিনি বিগত দিনে লুটপাটের স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন। এই দুই উপজেলার মানুষ আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার মডেল উপজেলা হবে।

বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন লকুছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না। প্রধান বক্তার বক্তব্য গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় প্রচার দলের সহ সভাপতি আজিজুস সামাদ ,সিলেট জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামিম ত্রান-ও পুণ বিষয়ক সম্পাদক রানু আহমদ, গোলাপগঞ্জ থানা বিএনপির যুগ্ম সম্পাদক এস এ রিপন, ফ্রান্স যুবদল নেতা জুয়েল আহমদ, বিএনপি নেতা এমাদ আহমদ, অলিউর রহমান শামিম, লায়েছ আহমদ, সুলতান আহমদ, রেজা আহমদ, রেজাউল করিম ,ছাত্রদল নেতা দুলাল আহমদ, জুয়েল আহমদ প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।