দারুল উলূম কানাইঘাট মাদ্রাসার বার্ষিক মহাসম্মেলন আগামী বুধবার
কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের অন্যতম ইসলামী বিদ্যাপীঠ শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.) পূণ্যস্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন আগামী ২২ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১০টা থেকে পরদিন সকাল পর্যন্ত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, দারুল উলূম দেওবন্দের সূর্য সন্তান আওলাদে রাসুল জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা সায়্যিদ মাহমুদ মাদানী ভারত। বিশেষ অতিথি হিসেবে থাকবেন, শায়খুল হাদিস
আল্লামা ড. মুশতাক আহমদ ঢাকা, আল্লামা ইয়াহইয়া মাহমুদ ঢাকা, আল্লামা আব্দুল মতিন ঢাকা, আল্লামা মুফতি বুরহান উদ্দিন ঢাকা, আল্লামা মুহিববুল হক গাছবাড়ী, মাও. আহমদ আলী চিল্লা, মাও. মাহমুদুল হাসান রায়গড়ী, মাও.
মুশতাক আহমদ খাঁন রস্তুমপুরী, মাও. হিলাল আহমদ হরিপুরী, মাও নজরুল ইসলাম তোয়াকুলী।
মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনকে ঘিরে বিশাল পিন্ডালের কাজ শুরু হয়েছে। চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। বিশেষ করে এবারের ইসলামী এ মাহফিলে দেশ সেরা অনেক প্রতিযশা আলেমদের আগমনে তৌহিদি জনতার মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ ওয়াজে অংশগ্রহণ করবেন বলে মাদ্রাসার শিক্ষক-ছাত্ররা জানিয়েছেন।
এদিকে মাদ্রাসার মহাপরিচাল আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী ও মাদ্রাসার নাইবে মুহতামিম আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী দেশবাসী সহ সর্বস্তরের মুসলিম জনসাধারণকে সম্মেলনে সর্বাত্মক সহযোগিতা ও সরব উপস্থিতির আহ্বান জানিয়েছেন।