কানাইঘাটে পরোয়ানাভূক্ত ৮ আসামী গ্রেফতার

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

 

এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একাধিক আভিযানিক দল অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ এর নির্দেশনায় আজ ০৬/১০/২০২৩খ্রিঃ তারিখ রাতভর অভিযান করিয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানা এলাকার বিভিন্ন স্থান হইতে পরোয়ানা ভুক্ত আসামি ১। আব্দুল মালিক (৫৯), পিতা- মৃত ইউসুফ আলী, সাং- পর্বতপুর, ২। রিয়াজ উদ্দিন (৫৫), পিতা- মৃত জালাল উদ্দিন, সাং- বড়দল ৪র্থ খন্ড, ৩। আলমাছ উদ্দিন (৩৬), পিতা- সামছুল হক, সাং- হারাতৈল, ৪। সাহাব উদ্দিন (২২), পিতা- আঃ খালিক, সাং- পর্বতপুর, ৫। রকিব আলী, পিতা- মৃত বশির উদ্দিন, সাং- পর্বতপুর, ৬। আলিম উদ্দিন (২৮), পিতা- আঃ খালিদ, সাং- পর্বতপুর, ৭। সুলতান আহমদ (২৩), পিতা- মৃত শামসুল হক, সাং- বড়বন্দ ৪র্থ খন্ড (নয়ামটি), ৮। শাহিন উদ্দিন (৩২), পিতা- মৃত শামছুল হক, বড়বন্দ ৪র্থ খন্ড (নয়ামটি), সর্ব থানা- কানাইঘাট জেলা-সিলেটগনদের কে গ্রেফতার করা হয়।

উক্ত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার মিডিয়া অফিসার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।