শিক্ষা ক্ষেত্রে শেখ হাসিনার উন্নয়ন দৃশ্যমান- হাফিজ মজুমদার এমপি
সুরমা টাইমস ডেস্কঃ
শিক্ষা ক্ষেত্রে শেখ হাসিনার উন্নয়ন দৃশ্যমান । শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশে আজ মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠিত হচ্ছে ।
জাতিকে শিক্ষিত করতে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত সকল উন্নয়ন সাধিত হচ্ছে । মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে ।
কানাইঘাটের গাছবাড়ী মডার্ণ একাডেমির নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্টানের উপরোক্ত কথা গুলো বলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার এমপি ।
অনলাইন ভিডিও কানফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন ।
গত ৬ নভেম্বর সোমবার কানাইঘাটের গাছবাড়ী মডার্ণ একাডেমিতে একাডেমির সভাপতি বদরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ,উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমদ,রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ,
ঝিংগাবাড়ী ইউপির চেয়ারম্যান আবু বক্কর,বানীগ্রাম ইউপির চেয়ারম্যান লোকমান আহমদ,আওয়ামীলীগ নেতা আখলাকুল আম্বিয়া,৭নং ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি মামুন রশিদ,৮নং ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি হাবিবুর রহমান প্রমুখ।
শাহ নেওয়াজ খসরুর সঞ্চালনায় অনুষ্টিত সুধী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মডার্ণ একাডিমের প্রধান শিক্ষক শফিকুর রহমান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন,সারওয়ার আহমদ,ছাত্রলীগ নেতা হারুনুর রশীদ,মাহফুজ আহমদ,জেলা যুবলীগ নেতা মাসুক আহমদ রুমেল, রহিম চৌধুরী,ছাত্রনেতা অহিদ আহমদ,নাহিয়ান,আব্দুল্লাহ,ইউপি সদস্য শরিফ আহমদ,আব্দুল্লাহ,আব্দুল কাদির,হুমায়ুন কবির,সহ নেতৃবৃন্দ।
একই দিন সকাল ১০.০০ ঘটিকার বানীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ এর সভাপতিত্বে সময় বড়দেশ উচ্চ বিদ্যালয়ে এক সুধী সমাবেশ অনুষ্টিত হয় এবং পরবর্তীতে রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি বিলাল আহমদ এর সভাপতিত্বে সন্ধ্যা ০৭.০০ ঘটিকার সময় বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্টানে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ ।
উক্ত প্রতিবাদে সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজাগঞ্জ ইউপির চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম,আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ,কোহিনুর চৌধুরী,মাহবুবুল হক চুনু প্রমুখ।