মৌলভীবাজারের বড়লেখায় ওয়াজ মাহফিল

জীবনের প্রতিটি ক্ষেত্রে
ইসলামের চর্চা জরুরী

—মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সৌন্দর্য চর্চা জরুরী। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসলামের নীতিকে বিজয়ী করা ও রাখার প্রচেষ্টা অব্যাহত রাখা দরকার। দ্বীন প্রতিষ্ঠা মানে কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর প্রতিষ্ঠা নয়, বরং আল্লাহর বিধান প্রতিষ্ঠা। কাউকে ক্ষমতায় বসানো নয়, কুরআনকে প্রতিষ্ঠা করাই এর মূল উদ্দেশ্য।

তিনি সোমবার রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ঘড়ুয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও ঘড়ুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।

মাওলানা মুসলেহ উদ্দিন ও আলহাজ্ব নজির আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মুহাদ্দিস মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মাহবুবুর রহমান কাঠালতলী, মাওলানা হোসাইন আহমদ দুবাগী ও মাওলানা আব্দুশ শহীদ জকিগঞ্জী প্রমুখ।

প্রধান অতিথির আলোচনায় মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার আরও বলেন, দুর্নীতিমুক্ত, সুখী ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই। জাতিকে যথোপযুক্ত ব্যক্তিদেরকে দায়িত্বশীল চেয়ারে বসানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। সব জায়গা থেকে অসৎ নেতৃত্বের মূলোৎপাটন করে সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।