কবি ইশরাক জাহান জেলির একক কবিতা পাঠের আসর
সুরমা টাইমস ডেস্কঃ
‘অধ্যয়ন ও চর্চা একজন লেখককে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যায়। কবি ইশরাক জাহান জেলি নিরন্তর প্রয়াসের মাধ্যমে সিলেট সাহিত্যে নিজের অবস্থান তৈরিতে সাফল্যের দ্বারপ্রান্তে। এ ধারা অব্যাহত থাকলে আগামীতে আমরা একজন সফল কবির সাথে পরিচিত হতে পারবো।’
সাহিত্য সংগঠক ও কবি ইশরাক জাহান জেলির একক কবিতা পাঠের আসরে বক্তারা একথা বলেন।
পোয়েটসপিডিয়া-বাংলা রাইটার্স ক্লাবের উদ্যোগে সোমবার (৬ জুন) সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট কবি রাহনামা শাব্বির চৌধুরী।
ক্লাবের সহ সাধারণ সম্পাদক রিপন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কবি কর্নেল সৈয়দ আলী আহমদ (অব.), সাংবাদিক আবদুল কাদের তাপাদার।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট কবি সালেহ আহমদ খসরু, লেখক-গবেষক সেলিম আউয়াল, লেখক-সংগঠক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, পোয়েটসপিডিয়ার সাধারণ সম্পাদক বিমলেন্দু পাল, সিলেট জেলা বারের আইনজীবী কবি আবদুল মুকিত অপি, ছড়াকার এখলাসুর রহমান,
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শাহাদত হোসেন টিপু, সহকারী রেজিস্ট্রার সন্তোষ পাল, হিমাংশু রায় হিমেল, শিক্ষাবিদ কবি ছয়ফুল আলম পারুল, শাবিপ্রবি’র প্রশাসনিক কর্মকর্তা শুকরানা বেগম, সিলেট সিটি স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল সেনোয়ারা আক্তার চিনু,
অধ্যাপক জান্নাত আরা খান পান্না, বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেটের সভাপতি উত্তম কুমার চৌধুরী, পুস্পকলি সাহিত্য সংগঠন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম লিটন, কবি শান্তা কামালী, পোয়েটসপিডিয়ার সাংগঠনিক সম্পাদক মাছুমা টফি একা, কবি দেওয়ান গাজী আবদুল কুদ্দুছ শামসাদ,
কবি সিপারা সিপা, কবি দেওয়ান নূর চৌধুরী, কবি মিহির মোহন, কাওছার জাহান লিপি, কবি আহমেদ সালেহ, কবি কামাল আহমদ, কবি লিপি খান, ছড়াকার জুবের আহমদ সার্জন, গীতিকবি আনোয়ার হোসেন, সাহিত্য সংগঠক সাদিক হোসেন এপলু, তাসলিমা খানম বীথি, মাছরাঙা প্রকাশনীর আবুল কাশেম, বিমান বিহারী বিশ্বাস, আবদুল কাদির জীবন, সমাজসেবী সালমা আলী, অনিক প্রধান, স্বর্ণালী খানম প্রমুখ।
সভায় কবি ইশরাক হোসেন জেলির জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।