সুরমা টাইমস রিপোর্ট : বাংলাদেশ ইয়ুথ এনরিচমেন্ট অ্যাসোসিয়েশনের (বিওয়াইইএ) বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণ-২০২৪ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বাংলার সংস্কৃতি আমাদের পরিচয়; বাংলার এতিহ্য, আমাদের গর্ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইয়ুথ এনরিচমেন্ট অ্যাসোসিয়েশনের (বিওয়াইইএ) কালচারাল উইং এর আয়োজনে ও সিলেটের ১ম শ্রেণির সরবরাহকারী কামাল আহমদের আর্থিক সহায়তায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের ১ম পর্বে ছিল জুলাই-আগস্ট এ শহীদ ছাত্রজনতা কে ঘিরে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, দ্বিতীয় পর্বে আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিয়োগিতা এবং তৃতীয় পর্বে ছিল গান, নাচ, নাটক, শিক্ষণীয় গল্প, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতা।
সাস্ট এর সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আলী ওয়াক্কাস এর সভাপতিত্বে এবং বিওয়াইই এর ডেপুটি সিইও মারওয়া আফরিন মাহিয়া ও চিফ মার্কেটিং অফিসার মুহ্তাসিম এনাম অন্বয় এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিওয়াইই এর সিইও লাবিব ইসলাম জয়। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম মেজরটিলা শাখার আইসিটি প্রভাষক হাফিজুর রহমান রাহাদ। বিওয়াইইএর কমিউনিটি পরিবারের সদস্যবৃন্দ। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খানকে বিদায় সংবর্ধনা
- ঘুষখোর ও দুনীর্তিবাজদের রাষ্ট্রদ্রোহী ঘোষনার দাবিতে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান