সুরমা টাইমস ডেস্ক :
প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে সম্পর্কে থাকাকালীন শোভিতার প্রেমে পড়েন নায়ক, যা নিয়ে অনেক কটাক্ষও সহ্য করতে হয়েছিল অভিনেতাকে।
সম্প্রতি ‘ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এবং এন্টারটেইনমেন্ট সামিট’-এ উপস্থিত হয়েছিলেন নাগা-শোভিতা।
সেই ছবি প্রকাশ্যে আসার পর আলোচনা আরও বেড়েছে।
দর্শকের একাংশের দাবি, ইদানীং বেশির ভাগ সময়ই ঢিলেঢালা পোশাক পরছেন শোভিতা। তা দেখে অনেকেই ধরে নিয়েছেন এই বুঝি সুখবর শোনাতে চলেছেন নায়িকা। বলিপাড়ায় এ ঘটনা নতুন নয়।
বিয়ের এক মাসের মাথায়ই রাহা আসার খবর শুনিয়েছিলেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। বলিপাড়ার অনেক দম্পতির ক্ষেত্রেই এমনটা দেখা গেছে।
বিয়ের পর থেকে তাঁদের সাংসারিক জীবনের খুঁটিনাটি জানতে আগ্রহী দর্শক। কিছু দিন আগে একটি বিদেশি পত্রিকাকে সাক্ষাৎকারে নিজেদের দাম্পত্যের নানা দিক তুলে ধরেন তারা।
কে প্রথম কার থেকে ক্ষমা চেয়েছিলেন, কে ভাল রান্না করেন, এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন তারকা জুটি।
প্রশ্ন করা হয়েছিল ভুল করলে কে ক্ষমা চায়? শোভিতা বলেন, ‘সব সময় আমি।’ নাগা জানান, তিনি ধন্যবাদ বা ক্ষমা চাওয়ায় বিশ্বাসী নন।
তবে কি বিয়ের পাঁচ মাসের মাথায়ই মা হতে চলেছেন শোভিতা আর বাবা হচ্ছেন নাগা? তবে, এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি নায়ক-নায়িকা। বেশ ঘটা করেই অভিনেত্রীকে বিয়ে করেন নাগা।