সুরমা টাইমস রির্পোট : সিলেটের সাংস্কৃতিক অঙ্গণের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বিকেল ৪টায় শুরু হওয়া অনুষ্টানমালার শুরুতে দলগত সঙ্গীত পরিবেশন করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সংগঠন গ্রিন ডিজেবল ফাউন্ডেশন।
পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জয়শ্রী দেব জয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ’র পরিচালনায় বিজয় দিবসের উক্ত অনুষ্ঠানে একে একে দলীয় পরিবেশনা নিয়ে মঞ্চে আসে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, দ্বৈতস্বর, নাট্যমঞ্চ সিলেট, কথাকলি সিলেট, মুনড্রপ মিডিয়া স্কুল সঙ্গীত শাখা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে স্বনামধন্য নৃত্য সংগঠন নৃত্যশৈলী, সিঁথিকন্ঠ নৃত্যাঙ্গণ এবং পথনাটক মঞ্চস্থ করে নাট্যালোক সিলেট। একক পরিবেশনা নিয়ে মঞ্চ মাতিয়ে রাখেন কন্ঠশিল্পী ইকবাল সাই, পল্লবী দাস মৌ, অয়ন দে, আশরাফুল ইসলাম অনি, স্বনামধন্য বাচিকশিল্পী মোকাদ্দেস বাবুল, সুকান্ত গুপ্ত ও গণসঙ্গীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন। সবশেষে তারুণ্য সিলেটের পরিবেশনার মধ্য দিয়ে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পরিষদের যুগ্ম সম্পাদক এখলাছ আহমেদ তন্ময়, কোষাধ্যক্ষ অচিন্ত্য কুমার দে অমিত, কার্যনির্বাহী পরিষদ সদস্য তন্ময় নাথ তনু ও আব্দুল বাছিত সাদাফ।
উল্লেখ্য, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ৪০ বছর ধরে বিভিন্ন জাতীয় দিবস ও রাষ্ট্রীয় সকল দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। বিশেষ করে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস, ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে প্রশাসনের সহযোগিতায় ও সিলেটের সর্বস্তরের মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণে উদযাপন করে আসছে। পাশাপাশি সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানটি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে ব্যবস্থাপনা করে আসছে। (বিজ্ঞপ্তি)
- দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে লন্ডনে সমাবেশ
- জকিগঞ্জ-কানাইঘাটে শিক্ষার উন্নয়নে কাজ করছে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট