সুরমা টাইমস ডেস্ক:
একটা সময় অভিনয়ে ছিলেন নিয়মিত। কিন্তু স্বামী লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদের মৃত্যুর পর কে আর অভিনয়ে দেখা যায়নি।
অভিনয়ে না দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। প্রায় সময়ই নানা ইস্যুতে নিজের অভিমত প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। এবার বাংলাদেশের নারী ফুটবলারদের নিয়ে মুখ খুললেন তিনি।
দীর্ঘদিন থেকে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে বাংলাদেশের নারী ফুটবল দল। তার অধীনে না খেলার বিষয়টি বলে আসছিলেন সাবিনা খাতুন-মাসুরা আক্তাররা। কিন্তু বাফুফে সেই বাটলারকেই ২ বছরের জন্য আবার কোচ করেছে।
নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ খেলা চলাকালীন সময় কোচ পিটার বাটলার ও বাংলাদেশের নারী ফুটবল দলের দ্বন্দ্ব শুরু হয়।
মাঠের বাইরের এমন দ্বন্দ্বের পরও অবশ্য দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। চ্যাম্পিয়ন হলেও দুই পক্ষের দ্বন্দ্ব মিটে যায়নি।
কোচ বাটলার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ায় এবার সেই দ্বন্দ্ব আরো চরমে উঠেছে। দ্বন্দ্ব এতটাই যে ইংলিশ কোচ দায়িত্বে থাকলে গণ-অবসর নেওয়ার হুমকি দিয়েছেন সাবিনা খাতুন-মনিকা চাকমারা।
এ নিয়ে গত শনিবার (১লা ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। পোস্টে তিনি নারী ফুটবলারদের একটি খবরের ভিডিও শেয়ার করেন।
মেহের আফরোজ শাওন পোস্টে লেখেন, ‘নারী আবার ফুটবলার কিসের! নারী অন্দরমহলের জীব। বাচ্চা পয়দা করবে, পালবে; রানবে-খাওয়াবে… স্বামীর মনোরঞ্জন করবে।
তিনি আরো উল্লেখ করেন, “এসব ন্যাকা কান্না দেখে তাদেরকে আর মাথায় তুলব না। আমি ‘এমেজিং মেটিকুলাসলি ডিজাইনড’ প্ল্যানের পরিণতিতে পাওয়া বাংলাদেশ ২.০-এর সুশীল নাগরিক।”