সুরমা টাইমস ডেস্ক :
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৬ মে) বিকাল সাড়ে পাঁচটায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয় ।
বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়,
চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি বেলাল আহমেদ,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট যুগ্ম সম্পাদক মনজুর আহমদ, বা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জাহেদ আহমদ, সংগ্রাম পরিষদের শহিদ নূর প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন,গত ৫৪বছর শাসন কার্য পরিচালনায় যা চলছে, পুলিশ-প্রশাসন,আইন-বিচর,প্রথা- প্রতিষ্টান, শিক্ষা -স্বাস্হ্য ব্যবস্থা, অর্থনীতি -সংস্কৃতি ইত্যাদি যেভাবে চালানো হয়েছে,তার সংস্কার প্রয়োজন।
অর্থাৎ সংস্কারের লক্ষ্য ও পথ যেন জনগণের স্বার্থ এবং প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক চরিত্র নির্মাণে সহায়ক হয় সেটাই হলো জনগণের মূল চাওয়া।
কিন্তু সরকার জন আকাঙ্ক্ষার বিপরীতে সংস্কার করতে চাইছে, অন্যদিকে সংস্কারের নামে কালক্ষেপণ করছে।
বক্তারা, মহান মুক্তিযুদ্ধের চেতনার বাহিরে বিগত ৫৪বছর রাষ্ট্র পরিচালনার কারণে আজকের সংকট। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে কোন বয়ান এদেশের মানুষ গ্রহন করবে না।
বক্তারা, অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে মব সন্ত্রাস বন্ধ করার আহ্বান জানান।