সুরমা টাইমস ডেস্ক :
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় প্রতিনিধি ও বিভাগীয় সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার বলেছেন, মানবাধিকার হলো প্রতিটি মানুষের জন্মগত অধিকার। মানুষের বেঁচে থাকার জন্য এবং সামাজিক জীব হিসেবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মানবাধিকার অপরিহার্য।
মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ ও জনসচেতনতা সৃষ্টি করতে হবে। তিনি মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সর্বাত্মক প্রচেষ্টায় নিয়োজিত হওয়ার জন্য সবার প্রতি আহবান জানান।
তিনি মঙ্গলবার (৬ মে) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা শাখার পরিচিতি ও মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি আশরাফুর রহমান চৌধুরী।
তিনি নিজের অধিকারের ব্যাপারে সচেতন হওয়া এবং অন্যের অধিকার রক্ষার অঙ্গীকার ওপর গুরুত্বারোপ করেন।
মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ^াস এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএমবিএফ সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক খালেদ মিয়া, প্রচার সম্পাদক ইউসুফ সেলু, জেলার সিনিয়র সহ-সভাপতি ডা. হোসেন রাজা, সহ-সভাপতি এটিএম সেলিম চৌধুরী ও মো. মধু মিয়া,
যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হাসান চৌধুরী জসিম, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক আফসানা চৌধুরী, অর্থ সম্পাদক মো. ইব্রাহিম আলী, আইন ও বিচার সহায়ক সম্পাদক এড. সুহাস রঞ্জন বিশ^াস, দপ্তর সম্পাদক মো. নুরুল হক,
প্রচার ও প্রকাশনা সম্পাদক হেপী আক্তার, সালিশ সম্পাদক ফারুক মিয়া, যুগ্ম সালিশ সম্পাদক হাজী নেছার আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক আমানুর রহমান, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক খালেদ আহমদ খাঁন, তদন্ত বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম তদন্ত সম্পাদক রফিকুল ইসলাম, পর্যবেক্ষণ সম্পাদক সৈয়দ মো. জাকারিয়া, যুগ্ম পর্যবেক্ষণ সম্পাদক মো. জালাল আহমদ সেবুল, পরিবেশ সম্পাদক তোফায়েল হাসান মান্না,
ধর্ম বিষয়ক সম্পাদক এস এম এবাদুর রহমান, উন্নয়ন বিষয়ক সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ সম্পাদক সাদমানুর রহমান চৌধুরী সাদি, সামাজিক নিরাপত্তা সম্পাদক পাবেল হোসেন,
শ্রমিক কল্যাণ সম্পদক মো, আল আমিন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মো. মিনার আলী, মাদক ও নেশা প্রতিরোধ সম্পাদক হাজী গিয়াস উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আশরাফ হোসেন, সদস্য হোসাইন আহমদ প্রমুখ।