৩নং অলংকারী ইউনিয়ন ক্রিকেট ফেডারেশনের ১৩তম টি-২০ ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

সুরমা টাইমস ডেস্ক :

৩নং অলংকারী ইউনিয়ন ক্রিকেট ফেডারেশনের ১৩তম টি-২০ ক্রিকেট লীগ ২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

মঙ্গলবার (৬ মে) দুপুর সাড়ে ১২টায় কামালবাজারস্থ রাগিব-রাবেয়া স্পোর্টস একাডেমী মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৩নং অলংকারী ইউনিয়ন ক্রিকেট ফেডারেশনের সভাপতি শামীম আহমদ ইমনের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, সংগঠনের প্রধান উপদেষ্টা আজম আলী মাস্টার, হাজী হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, উপদেষ্টা সদস্য গিয়াস উদ্দিন, তাপাদার নাহিয়ান মুরসালিন অহিন (জুনিয়র সাকিব আল হাসান), ইউপি সদস্য শামীম আহমেদ, আলাল মিয়া, সেবুল মিয়া, ইউপি সদস্য শামীম মিয়া, সুরমান আলী,

 

আব্দুল্লাহ, জাহেদ আহমদ, আলা উদ্দিন খান, নজির আলী, সাবেক সভাপতি অনিক রঞ্জন অর্জুন, সাবেক সভাপতি রিপন মিয়া, সাবেক সহ-সভাপতি জুবায়ের আহমদ সুমন, সহ-সভাপতি শাহিন মিয়া, কবির আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান খান রিপন, আকরাম আহমদ, দিলোয়ার হুসাইন, রাবেল, সুমেল,

 

নাহিদ আহমদ, সাইফুল ইসলাম, ফয়জুল হক, আহমদ আলী, সাইদুল ইসলাম, জাকারিয়া, ইসলাম মিয়া, সাদিকুর রহমান। খেলায় আম্পায়ের দায়িত্ব পালন করেন খালেদ আহমদ ও কামাল আহমদ।

খেলায় প্রথম পুরুস্কার একটি ১০০সিসি মোটর সাইকেল দাতা হলেন ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দ্বিতীয় পুরস্কার একটি নতুন ফ্রিজ দাতা হলেন যুক্তরাজ্য প্রবাসী মাজিদুল হক তায়েফ।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ কামরুল ইসলাম মাহী, ম্যান অব দ্যা সিরিজ মাহাদী আহমদ উজ্জ্বল, টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান মাহাদী আহমদ উজ্জ্বল, টুর্নামেন্ট সেরা বোলার এফ সি সি ক্রিকেট ক্লাব এর শরীফ আহমেদ, সেরা উদীয়মান খেলোয়াড় রেজাউর রহমান রেজা।

খেলায় টসে জয় লাভ করে লাল সবুজ ক্রিকেট ক্লাব আলমনগর প্রথমে বেটিং এর সিদ্ধান্ত নিয়ে ১৭ ওভার ৪ বল খেলে ১৮৯ রানের টার্গেট দেয় প্রতিপক্ষ দল স্বাধীনতা ক্রিকেট ক্লাব পনাউল্লাহ বাজারকে।

জবাবে স্বাধীনতা ক্রিকেট ক্লাব ১৮ ওভার ৩ বল খেলে ১৯৩ রান করে এবং ৪ ইউকেটে জয় লাভ করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।