নিজস্ব প্রতিবেদক::
ইতোমধ্যে আকদ সম্পন্ন হয়েছে। বিয়ে উপলক্ষে বাড়িঘর সাজানো গোছানো হচ্ছে। বিয়ের কার্ড ছাপিয়ে দেওয়া হয়েছে দাওয়াত। বাড়িতে আসতে শুরু করেছেন অতিথিরা।
আগামী শুক্রবার (৯ই মে) ছিল হুসাইন আহমদের বিয়ে। পরিবারে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি, কেনাকাটা ছিল প্রায় শেষ। কিন্তু এরই মাঝে ঘটলো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, যা থামিয়ে দিল সব আয়োজন, নিভিয়ে দিল এক যুবকের জীবনের প্রদীপ। বিয়ের পিঁড়িতে আর বসা হলো না হুসাইনের,
সিলেটের জকিগঞ্জে বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় হুসাইন আহমদ বাবলু (২৫) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। তিনি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের শীতলজুড়া গ্রামের মখলিছুর রহমানের ছেলে।
গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আটগ্রাম মরইরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হুসাইন ও তার বন্ধু কাওছার আহমদ মোটরসাইকেলে করে সিলেট শহর থেকে বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন। পথে মরইরতল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় তারা দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুসাইনকে মৃত ঘোষণা করেন। কাওছার আহমদ চিকিৎসাধীন রয়েছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”