সিলেটের দুই কিশোরীকে পাচার,রিমান্ডে স্বামী-স্ত্রী

সুরমা টাইমস ডেস্ক :

পোশাক কারখানায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সিলেটের দুই কিশোরীকে কক্সবাজারে পাচার ও অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে ২ দিনের রিমান্ডে নিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার (৬ই মে) সকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ২য় বিচারক ছগির আহমদ এই আদেশ দেন।

জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল চন্দ্র সরকার মানবপাচার মামলায় গ্রেপ্তারকৃত আসামী শাহনাজ বেগম ও তার স্বামী মুরাদ আহমেদ রাজুর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন। তিনি বলেন, দুই কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের ঘটনায় দায়ের করা মামলায় আদালত আজ দুই আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

 

পুলিশ জানায়, গত ৮ এপ্রিল শাহপরাণ (রহঃ) থানাধীন শাহপরাণ (রহঃ) গেট হতে দুই কিশোরীকে (১৬) ঢাকায় গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে কক্সবাজারে পাঠান প্রতিবেশী শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু।

 

সেখানে তাদের ছেলে ইমন হোসেন ও মেয়ে পিংকি ওরফে বৃষ্টি মিলে ভিকটিমদের কক্সবাজারে দুটি হোটেলে ১৫ দিন আটক রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করে।

 

পুলিশ আরও জানায়, ভিকটিমদ্বয় সিলেটে ফিরে এসে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছেন।

 

এঘটনায় একজন ভিকটিমের মা বাদী হয়ে সোমবার (এপ্রিল) সিলেট মেট্রোপলিটন পুলিশে শাহপরাণ (রহঃ) থানায় মামলা দায়ের করেছেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে পীরের বাজার টিকেরপাড়া এলাকা থেকে মামলার প্রধান আসামী শাহনাজ ও মুরাদ আহমেদ রাজুকে গ্রেফতার করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।