সুরমা টাইমস ডেস্ক :
সিলেট নগরীর বন্দরবাজারের রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে গতকাল সোমবার।
ধোপাদিঘিরপাড়স্থ একটি কমিউনিটি সেন্টারে সমিতির সভাপতি হাফিজ সুলতান আহমদ খানের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা মাসুম আল মাহদী এবং মোশাররফ হোসাইন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিক’র সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির ফাহাদ, সমিতির সাধারণ সম্পাদক খালেদ আহমদ, সমিতির সহ সভাপতি আব্দুল গফুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দীন, জালালাবাদ সিন্ডিকেট লিমিটেড এর চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, গোল্ডেন টাওয়ার এর চেয়ারম্যান এমদাদুর রহমান চৌধুরী, রংমহল টাওয়ার এর ব্যবস্থাপনা পরিচালক আগা ফয়জুল্লাহ দৌলত, পরিচালক মঞ্জুর আহমদ চৌধুরী, আল ফালাহ টাওয়ার এর পরিচালক মাওলানা খলিলুর রহমান,
বিশিষ্ট আইনজীবী এমরান আহমদ চৌধুরী, আটাব সিলেট অঞ্চল এর সভাপতি রেজাউল ইসলাম খান রেজওয়ান, সাধারণ সম্পাদক রুশু চৌধুরী, হাব সিলেটের সাবেক সভাপতি মোতাহার হোসাইন বাবুল, হাব সিলেট অঞ্চলের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, বরকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান রইছ আলী, মাওলানা মামুন খান, বিমান বাংলাদেশ সিলেটের ব্যবস্থাপক শাহ নেওয়াজ শরিফ,
বাহার উদ্দীন চৌধুরী সাবেক সভাপতি রংমহল টাওয়ার, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আব্দুল মালিক চৌধুরী, এডভোকেট মাও মাহমুদুল হাসান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংমহল টাওয়ার এর ব্যবসায়ী সিকান্দার আলী গাজী রিপন, ইমদাদ উল্লাহ, গুলজার সিরাজী,মাওলানা মাহদী হাসান, ফয়সল আহমদ, কামরুল ইসলাম, সাইফুল ইসলাম,
সমিতির অর্থ সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক ময়নুল হক, দপ্তর সম্পাদক ফয়জুল হাসান, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক মাওলানা আব্দুল গফুর প্রধান, সদস্য মাওলানা লায়েক আহমদ, কামাল আহমদ, সাকিল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শেষ দিকে অভিষেক অনুষ্ঠান উপলক্ষে রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিশেষ ডকুমেন্টারি এর মোড়ক উন্মোচন ও নবনির্বাচিত কমিটির সবাইকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।