জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম।
২৭ মে শনিবার এক বিজ্ঞপ্তিতে ব্যারিস্টার এম এ সালাম বলেন, আওয়ামী সরকার তার অবৈধ শাসনকে প্রলম্বিত করতেই বিএনপির নেতা-কর্মীদের উপর অব্যাহত ভাবে দমন-পীড়ন চালাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেতা-কর্মীদেরকে নির্বিচারে গ্রেফতার করছে।
তিনি অবিলম্বে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল এর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
—বিজ্ঞপ্তি