নগরীর কামালগড় থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃঃ

সিলেট নগরীর কামালগড়ে ফেরদৌস বেগম নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।গত রোববার (২রা ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে কালিঘাট সংলগ্ন কামালগড় এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

নিহত ফেরদৌস বেগম (১৮) কামালগড় ১৩১ নং বাসার বাসিন্দা ও সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মৃত নুর মিয়ার মেয়ে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, রাতে ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং মরদেহটি উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

তিনি বলেন, বাসার বাথরুমের ভ্যান্টিলেটরের সঙ্গে তরুণীর পরনের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই তরুণী আত্মহত্যা করতে পারেন। তবে বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।

এছাড়া ময়না তদন্ত প্রতিবেদন হাতে এলে ঘটনার ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।