সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, আটক ২১

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের সুনামগঞ্জে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২১ জনকে আটক করেছে সেনাবাহিনী।

গতকাল রোববার (২৩শে মার্চ) সকালে দোয়ারাবাজার উপজেলায় নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বিন আহমাদ।

 

জানা গেছে, সুরমা নদীর সোনাপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এ সময় পাহারায় ছিল বালুখেকোদের একটি দল। বাধা দিলে গ্রামবাসীর ওপর হামলা চালায় তারা। এই চক্রের সদস্যরা প্রভাবশালী, তাই এলাকার কেউ কোনো কথা ভয়ে বলেন না।

 

পরে এলাকাবাসী বিষয়টি সেনাবাহিনীকে জানালে রোববার সকাল ৭টায় নদীতে অভিযান চালায় ছাতক সেনা ক্যাম্প। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্পের ক্যাপ্টেন সোয়েব।

 

তিনি জানান, সুরমা নদীর সোনাপুর এলাকায় বালু উত্তোলন করে স্থানীয়দের ঘরবাড়ি ও ফসলি জমি ভাঙনের হুমকিতে ফেলছে একটি চক্র- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার ভোরে অভিযানে নামে সেনাবাহিনী।

 

এ সময় ঘটনাস্থল থেকে ২১ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে স্থানীয়ভাবে তৈরি ৫টি ড্রেজার মেশিন, ৪টি বাল্কহেড নৌকা ও ১ লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।