নিজস্ব প্রতিবেদক :
সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জকিগঞ্জ সদর ইউপির ৩নং ওয়ার্ড সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন (৪৮)।
তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলা রয়েছে।
ওপর আসামিরা হলেন-সদরপুর গ্রামের মৃত ফারুক আহমদের ছেলে দেওয়ানা শাহ নিলয় (৪৪), পৌর এলাকার আব্দুল মালিকের ছেলে আহসানুল হক ইমরান ওরফে ইমরান আহমদ (৪০), বারঠাকুরী ইউপির কাশিরচক গ্রামের জালাল উদ্দিনের ছেলে মারজান আহমদ (২৫), একই ইউপির কস্তইল গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে আব্দুল মালিক ওরফে মছন (৪৫),
মানিকপুর ইউপির মাতারগ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুল বারী ওরফে পচাই (৩৫), সুলতানপুর ইউপির কেরাইয়া গ্রামের শ্যামলাল বিশ্বাসের ছেলে উজ্জল বিশ্বাস সজীব এবং বড়বন্দ গ্রামের ফাতির আলীর ছেলে আব্দুল গনি (৩২)।
গত শনিবার (২২শে মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে।
অন্য আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিলো। গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।