মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষ্যে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
গতকাল শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানান তারা। এর পূর্বে সকালে মেডিকেল কলেজ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করা হয়।
পরে এক বর্ণাঢ্য র্যলী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরী, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ তহুর আব্দুল্লাহ চৌধুরী, এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ রুবিনা সুলতানা,
অর্থপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ফরিদ আহমদ, নিউরোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ খন্দকার আবু তালহা, স্পোর্টস এন্ড কালচারাল কমিটির কনভেনর ও এনাটমি বিভাগের অধ্যাপক ডাঃ মোহাম্মদ আল-মোহাইমিন, বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সুমা বেগম,
হাসপাতালের সহকারী পরিচালক ডা: মৃদুল গুপ্তা, কলেজের বিভিন্ন ব্যাচের ছাত্রীবৃন্দ, সিলেট উইমেন্স নার্সিং কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ।
এসময় অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরী বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগই আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের ভিত্তি রচনা হয়। ১
৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল বাঙালির জাতীয়তাবাদের প্রথম পাঠ, যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের পথ সুগম করে।
—বিজ্ঞপ্তি